• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তুচ্ছ ঘটনায় নগরীতে হামলা ও লুট ॥ আহত -১

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০১৭, ১৭:৪০ অপরাহ্ণ
তুচ্ছ ঘটনায় নগরীতে হামলা ও লুট ॥ আহত -১

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বরফকল এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতঘরে লুটাপাট ও হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময়ে জেসমিন (২৪) নামে একজনকে পিটিয়ে আহত করেছে হামলাকারীরা ও ঘর থেকে নগদ টাকা লুট করেছে। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানাগেছে, বরফকল এলাকার বাসিন্দা সহিদের ছেলে রমজানের সাথে তর্ক হয় একই এলাকার বাসিন্দা দিন মজুর ইউসুফ আলীর পুত্র আয়ুব আলীর সাথে। এসময়ে তাকে মারধর করে রমজান। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় রমজান, মুন্না ও সহিদসহ আরো কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ইউসুবের মেয়ে জেসমিনের উপরে। এ সময়ে তারা ঘরের মধ্যে সব মালামাল ভাংচুর করে এবং নগদ ৩৮ হাজার টাকা ও স্বর্ন নিয়ে যায়। পরে স্থানীয়রা ছুটে এলে হামলা কারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় জেসমিন কে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।