আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলী পৌরসভার লঞ্চঘাট এলাকায় পারিবারিক এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারী পুরুষসহ ৬ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্বজনরা আমতলী হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। ঘটনা ঘটেছে রবিবার দুপুর সাড়ে ১২ টার সময়।
জানা গেছে, আমতলী পৌরসভার লঞ্চঘাট এলাকায় জসিম চৌকিদারের বাড়িতে এক পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। সংঘর্ষে ২জন নারীসহ ৬ জন আহত হয়। আহতরা হল অনিক চৌকিদার, জসিম চৌকিদার, কালাম খান, খলিল খান, সুখী আকতার ও কহিনুর বেগম।
আহতদের উদ্ধার করে স্বজনরা আমতলী হাসপাতালে নিয়ে চিকিৎসা করারন। আহত অনিক চৌকিদার বলেন, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে আমরা ৬ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখয়াত হোসেন তপু বলেন, এবিষয়ে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।