• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তিন বছরের সাজাপ্রাপ্ত যুবদলের নেতা গ্রেফতার

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ণ
তিন বছরের সাজাপ্রাপ্ত যুবদলের নেতা গ্রেফতার
নাজমুল হক মুন্না  ঃ বরিশাল জেলার উজিরপুর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উজিরপুর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম মিলন খানকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত যুবদল নেতা শিকারপুর ইউনিয়নের বর্তা গ্রামের মোঃ মোশারফ খানের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, উজিরপুর মডেল থানার এস আই রাকিবুল ইসলাম এর নেতৃত্বে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদ এর ভিত্তিতে নিজ গ্রাম থেকে  গ্রেফতার করা হয়। এস,আই রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মিলন খানের বিরুদ্ধে ১৬০/২০ জি,আর, মামলায় বরিশালের একটি আদালত থেকে তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ তৌহিদুজ্জামান জানান,  তিনি আদালতের একটি রিকল  জালিয়াতির কারণে ৩ বছরের  সাজা দিয়েছেন আদালত। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান, গ্রেফতারকৃত মোঃ শফিকুল ইসলাম মিলন খান কে  জেল হাজতে প্রেরণ করা হয়েছে।