বিডি ক্রাইম ডেস্ক॥ ঢাকাসহ তিন জেলায় প্রাথমিকে শিক্ষক নিয়োগ ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ঢাকা, গাজীপুর ও পিরোজপুর জেলায় ঘোষিত চূড়ান্ত ফলাফল ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে।
এ তিন জেলার শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীদের করা পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে রবিবার (২৬ জানুয়ারি) হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
অ্যাডভোকেট মো. কামাল হোসেন রিটকারী আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. কামাল হোসেন।
আইনজীবী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৩ এর ৭ ধারায় বলা হয়েছে ৬০ শতাংশ নারী, ২০ শতাংশ পোষ্য তথা কোটা প্রার্থী এবং বাকি ২০ শতাংশ পুরুষ প্রার্থীদের দিয়ে পূরণ করা হবে। কিন্তু গত ২৪ ডিসেম্বর প্রাথমিকের ঘোষিত ফলের ক্ষেত্রে সেটা অনুসরণ করা হয়নি। তাই প্রার্থীরা হাইকোর্টে রিট করেন। রিটে বিবাদী করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি)।
ওই রিটের শুনানিতে আদালত ঢাকাসহ এসব জেলার সহকারী শিক্ষক নিয়োগের ফলের ওপর ৬ মাসের স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেছেন।
বিডি-ক্রাইম /ডেস্ক/এএশাওন