• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তালতলীতে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৫, ১৬:২০ অপরাহ্ণ
তালতলীতে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনার তালতলীতে স্ত্রী বাড়িতে না ফেরায় অভিমান করে স্বামী মো.জহিরুল ইসলাম (২৪) আত্মহত্যা করেছে। বুধবার (১৬ এপ্রিল ২৫) রাত ১০ টার দিকে জহিরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই যুবক উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকিরতবক গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. জহিরুল ইসলাম।

জানা যায়, আজ থেকে ৮ মাস পূর্বে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা গ্রামের সবুজ মৃধার মেয়ে লামিয়া আক্তারের (১৯) সাথে বিয়ে হয় জহিরুল ইসলামের। বিয়ের পরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো। ঈদুল ফিতরের সময়ে স্ত্রী লামিয়া বাবার বাড়ি চলে যায়।

নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, শশুরবাড়ির আত্মীয়দের সাথে জহিরুল পরিবারের ফোনালাপে কথাকাটাকাটি হয়। এর জেরে সম্ভবত রাত ৮ টা থেকে সাড়ে ৮ টার মধ্যে তিনি বিষ পান করেন।

বিষ পানের বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। তালতলী থেকে বরিশাল নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্জালাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছ।