• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তরুণরাই আগামীদিনে দেশের হয়ে বিভিন্ন খেলায় জয় আনবে

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৫, ১৮:২৪ অপরাহ্ণ
তরুণরাই আগামীদিনে দেশের হয়ে বিভিন্ন খেলায় জয় আনবে

বরিশালে ডিআইজি কাপ অনুর্ধ ১৪ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় ফর্মার ক্রিকেটার্স ক্লাবের আয়োজনে ও বরিশাল রেঞ্জ পুলিশের সার্বিক সহযোগিতায় জেলা পুলিশ লাইন্স মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়।

বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমের সভাপতিত্বে বেলুন-ফেস্টুন উড়িয়ে ডিআইজি কাপ অনূর্ধ্ব ১৪ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, তরুণদের মেধা বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রিকেট, ফুটবল, ভলিবল, টেবিল টেনিসসহ অসংখ্য খেলায় বরিশালের ছেলে-মেয়েরা দেশকে নেতৃত্ব দিচ্ছে। বরিশালের অনেক সন্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন দেশ-বিদেশে। অভিভাবকদের বলবো আপনারা আপনাদের সন্তানদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবেন। আজকের এই তরুণরাই আগামীদিনে দেশের হয়ে বিভিন্ন খেলায় জয় আনবে।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, ১০ম এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন, আরআরএফ কম্যান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো. আব্দুস সালাম, পুলিশ সুপার মো.শরিফ উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।