খবর বিজ্ঞপ্তী ॥ বরিশালের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডি ক্রাইম ডট কমের প্রকাশক ও সম্পাদক বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অভিযোগ দায়ের করেছে। গতকাল সোমবার বাংলাদেশ সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে এই অভিযোগ পত্র দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বরিশালের জনপ্রিয় অনলাইন বিডি ক্রাইম ২৪ ডট কমের সুনাম ক্ষুন্ন করার জন্য কতিপয় ব্যাক্তিরা বিডি ক্রাইম ২৪ ডট নেট নামে একটি পোর্টাল খুলেছে।
যার ফলে অনলাইন বিডি ক্রাইম২৪ ডট কমের নানা বিধ সমস্যা পড়তে হচ্ছে। তাই তথ্য মন্ত্রণালয়ে অভিযােগ দায়ের করা হয়েছে।
তথ্য মন্ত্রণালয় অভিযোগ পত্রটি গ্রহন করে আগামী ৫ কার্যদিবসের মধ্যে বিডি ক্রাইম২৪ ডট নেট এর প্রকাশসককে বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে। নির্দেশ মোতাবেক বরিশাল জেলা প্রশাসককে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছেন।