তজুমদ্দিন প্রতিনিধি॥ ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ নৌবাহিনী অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করেন। পরে তাকে তজুমিদ্দন থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ নিয়মিত মামলা দায়েরের পর জেল হাজতে প্রেরণ করেন।
সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে (১৩ আগস্ট ২০২৫) রাতে উপজেলার সম্ভুপুর ইউনিয়নের চর কোড়াল মারা এলাকায় বাংলাদেশ নৌবাহিনী একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চিহ্নিত মাদক কারবারি মোঃ মান্নান হাওলাদার (৪০) আটক করা হয়। আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা যায়, আটককৃত ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। পরবর্তীতে আইনী প্রক্রিয়া সম্পন্নের লক্ষ্যে তজুমদ্দিন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে মান্নানকে জেল হাজতে প্রেরণ করেন। মামলা নং-০৬
নৌবাহিনী জানান, বাংলাদেশ নৌবাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিতভাবে এরকম অভিযান পরিচালনা করে আসছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তজুমিদ্দন থানার ওসি (তদন্ত) ফিরোজ আলম বলেন, আটক মান্নানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।