• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তজুমদ্দিনে মেধাবি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫, ১৭:৩১ অপরাহ্ণ
তজুমদ্দিনে মেধাবি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন

module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 73.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~25: 0.0;

তজুমদ্দিন প্রতিনিধি॥ ভোলার তজুমদ্দিনে “পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGS)” শীর্ষক একটি মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ২৮ জুলাই উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয় এবং সেরা পারফর্মিং শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা শিক্ষা অফিস ও ভোলা জেলা শিক্ষা অফিস এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্য দেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথ।

বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা ব্যবস্থার উন্নয়ন মানেই জাতির ভবিষ্যৎ নির্মাণ। পারফরম্যান্স বেইজড এই গ্রান্ট কর্মসূচি সরকারের গৃহীত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করবে।

যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে পুরস্কার প্রদান শুধুমাত্র প্রতিষ্ঠানগুলোর মর্যাদা বাড়ায় না, বরং শিক্ষকদের মাঝে দায়িত্ববোধ, শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও এক ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে। এটি একটি দীর্ঘমেয়াদী শিক্ষাগত অগ্রগতির দিকচিহ্ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

শিক্ষাগত মান ও অগ্রগতির ভিত্তিতে নির্বাচিত প্রতিষ্ঠানপ্রধানদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি মেধাবী ৩০ জন শিক্ষার্থীকে অতিথিদের মাধ্যমে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

অতিথিরা বলেন, এ ধরনের প্রণোদনামূলক আয়োজন তজুমদ্দিনের শিক্ষা খাতে এক অনন্য উদাহরণ স্থাপন করেছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সকলে।