• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তজুমদ্দিনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৫, ১৬:০৭ অপরাহ্ণ
তজুমদ্দিনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

তজুমদ্দিন প্রতিনিধি॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার তজুমদ্দিনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের পক্ষ থেকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন করা হয়।

উপজেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের আহবায়ক জুয়েল রায়হান ও সদস্য সচিব আব্দুল হান্নান এর সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠাবার্ষিকীতে আগত সকল গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ফ্রি চিকিৎসা ক্যাম্পিং করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অমর আসাদ রিন্টু, চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। শিক্ষা, ঐক্য, প্রগতি ও তারুণ্যের অঙ্গীকার নিয়েই বিএনপি আজও জনগণের পাশে আছে।

তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন—তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। বক্তারা আরও বলেন, বিএনপি হলো দেশের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের নাম। প্রতিষ্ঠাবার্ষিকীতে অসংখ্য কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।