• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তজুমদ্দিনে ডেভিল হান্টের অভিযানে ইউপি চেয়ারম্যান আটক

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ৯, ২০২৫, ২০:৩৫ অপরাহ্ণ
তজুমদ্দিনে ডেভিল হান্টের অভিযানে ইউপি চেয়ারম্যান আটক

তজুমদ্দিন প্রতিনিধি ॥ ভোলার তজুমদ্দিনে ডেভিল হান্টের অংশ হিসেবে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যানকে আটক করেন।

পরে আটক চেয়ারম্যানকে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন যৌথ বাহিনীর সদস্যরা। সুত্রে জানা গেছে, ডেভিল হান্টের অংশ হিসেবে রবিবার দুপুর ২টায় কোষ্টগার্ড ও পুলিশ শশীগঞ্জ মধ্য বাজারে আ’লীগ নেতা ও বড় মলংচড়া ইউনিয়নের চেয়ারম্যান এবং তজুমদ্দিন উপজেলা শ্রমিকলীগের সভাপতির টুটুল তালুকদারের যৌথ মালিকানাধীন ডাচবাংলা এজেন্ট ব্যাংকে অভিযান পরিচালনা করেন।

এ সময় নাশকতার অভিযোগে আ’লীগ নেতা ও বড় মলংচড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরনবী সিকদারকে (বাবুল) আটক করেন।

পরে আটক চেয়ারম্যানকে নুরনবী সিকদারকে তজুমদ্দিন থানা পুলিশের নিকট হস্তান্তর করেন কোষ্টগার্ড সদস্যরা। তজুমদ্দিন থানার এস আই মাসুম বলেন, ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে চেয়ারম্যান নুরনবী সিকদারকে আটক করেন যৌথ বাহিনী। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রকৃয়াধীন রয়েছে।