তজুমদ্দিন প্রতিনিধি॥ ভোলার তজুমদ্দিন উপজেলায় মো. তাজল ইসলাম নামে এক কৃষকের ৫০ শতাংশ জমির ধান লুটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর কোড়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই কৃষক। অভিযোগ করে কৃষক মো. তাজল ইসলাম বলেন, আমি গত এক বছর ধরে তজুমদ্দিনের চর কোড়ালমারা মৌজার ৪১ নম্বর এসএ খতিয়ানের ৯০.৭৫ শতাংশ জমি লালমোহন উপজেলার মো. রুহুল আমিন নামে একজনের কাছ থেকে বন্দক রেখে চাষাবাদ করছি। চলতি মৌসুমে ওই জমিতে আমি ধানের আবাদ করি।
ক্ষেতে ধানের ফলনও ভালো হয়েছে। তবে বৃহস্পতিবার সকালে হঠাৎ করে লালমোহনের চরভূতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত হাজী আহাম্মদ মিয়ার ছেলে মজিবল হক ও তার ছেলে মফিজল ইসলাম, কাঞ্চন মিয়া এবং ছলেমানের নেতৃত্বে অন্তত ২০ থেকে ২৫ জন মিলে জোরপূর্বক আমার ৫০ শতাংশ জমির অন্তত ৪০ মণ ধান কেটে লুট করে নিয়ে যান।
এ সময় তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন। যার জন্য ন্যায় বিচার পেতে আমি তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ অভিযোগ অস্বীকার করে মজিবল হকের ছেলে মফিজল ইসলাম জানান, ওই জমি আমার, সেখানে আমিই ধানের চাষ করেছি। আমার ধান আমি কেটে এনেছি, কারও জমির ধান আমি কাটিনি।
এ বিষয়ে তজুমদ্দিন থানার ডিউটি অফিসার এবং এসআই অসীম চন্দ্র কর্মকার বলেন, কৃষকের ধান কেটে নেয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। শিগগিরই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।