• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তজুমদ্দিনে জেলেদের সাথে প্রশাসনের জনসচেতনতা সভা অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১৬:০৯ অপরাহ্ণ
তজুমদ্দিনে জেলেদের সাথে প্রশাসনের জনসচেতনতা সভা অনুষ্ঠিত

তজুমদ্দিন প্রতিনিধি॥ উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ভোলার তজুমদ্দিনে ২০২৪-২০২৫অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় তজুমদ্দিন উপজেলায় অভয়াশ্রম সংলগ্ন এলাকার অর্ন্তভুক্ত সুইজগেট এলাকার শশীগঞ্জ মৎস্য ঘাটে জনসচেতনতা সভার আয়োজন করা হয়।

দুপুর ১২টায় তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আমির হোসেন সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আবদুল্যাহ আল মামুন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাজাহান মিয়া, মৎস্যজীবী দলের সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ খোকনসহ মৎস্যজীবিগণ।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ আল আমিন।