তজুমদ্দিন প্রতিনিধি॥ ভোলার তজুমদ্দিনে মা ইলিশ ধরা থেকে বিরত থাকা জেলেদের মাঝে মানবিক খাদ্য সহায়তার আওতায় ভি.জি.এফের চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (২০অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চেয়ারম্যান ও মেম্বারদের অনুপস্থিতিতে একযোগে চাঁদপুর সোনাপুর, বড় মলংচড়া ও চাঁচড়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এসব জেলের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন, ট্যাগ অফিসার ও শশীগঞ্জ ভিট কর্মকর্তা গাজী মো. আবুল বাশার, তজুমদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু।
তজুমদ্দিন উপজেলা ৫টি ইউনিয়নে মোট ১৮ হাজার ৪১৫জন নিবন্ধীত জেলের মাঝে ২৫ কেজি হারে এ চাল বিতরণ করা হবে। জানা গেছে, গত ৫ আগষ্টের পর ৫টি ইউনিয়নের চেয়ারম্যানরা এলাকায় অনুপস্থিত থাকায় প্রশাসকের মাধ্যমে পরিষদের কার্যক্রমগুলি চলমান রয়েছে।
উল্লেখ্য, ১৩ অক্টোবর থেকে আগামী ৩নভেম্বর পর্যন্ত মোট ২২দিন ইলিশের উৎপাদন বাড়াতে প্রধান প্রজনন মৌসুম বিবেচনায় মাছ ধরার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করেন সরকার।
নিষেধাজ্ঞায় থাকা ইলিশের ৬টি অভয়াশ্রমের মধ্যে ভোলা জেলার মদনপুর থেকে চর পিয়াল হয়ে মেঘনার শাহবাজপুর পর্যন্ত ৯০ কিলোমিটার এলাকা ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে।
তাই অভয়াশ্রম এলাকায় ২২দিনের জন্য ইলিশসহ সব ধরনের মাছ শিকার আইনত দন্ডনীয় অপরাধ।