• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তজুমদ্দিনে জুলাই পুনর্জাগরণের আলোচনা সভা অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ২৬, ২০২৫, ১৮:২১ অপরাহ্ণ
তজুমদ্দিনে জুলাই পুনর্জাগরণের আলোচনা সভা অনুষ্ঠিত

তজুমদ্দিন প্রতিনিধি॥ জুলাই পুনর্জাহরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সাড়ে ৯টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগীতায় অনুষ্ঠানটি দুটি পর্বে দেখানো হয়।

প্রথমার্ধে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা ও জুলাই বিপ্লব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তজুমদ্দিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলহাজ্ব মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জুলাই বিপ্লবে ঢাকায় নিহত শহীদ মনিরের পিতা মোঃ আব্দুল মন্নান,

তজুমদ্দিন মিডিয়া হাউজের প্রতিনিধি নুরুল আহাদ তছলিম, দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি ফখরে আজম পলাশ প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খান, বন কর্মকর্তা আবুল বাশার, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা সেলিম মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিঠুন চন্দ্র দাস প্রমুখ।