• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তজুমদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ উৎযাপিত

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৫, ১৯:১৪ অপরাহ্ণ
তজুমদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ উৎযাপিত

module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 69.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~25: 0.0;

হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন ॥ মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৮ থেকে ২৪ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ দেশব্যাপী উদ্‌যাপিত হচ্ছে।

উপজেলা প্রশাসন ও সৎস্য অফিসের আয়োজনে ভোলার তজুমদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ।

 

এসময়ে আরও উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইব্রাহিম, সমাজসেবা কর্মকর্তা আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান, তজুমিদ্দন প্রেসক্লাবের আহ্বায়ক সাইদুল হক মুরাদ, মৎস্যজীবি দলের সভাপতি মো. কামাল মিয়া, সাংবাদিক রফিক সাদীসহ বিভিন্ন দফতরের সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জেলে, মৎস্য দালাল,আড়ৎদারসহ স্থানীয় মৎস্য জীবিরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন। পুরো অনুষ্ঠান সঞ্চলনা করেন মো. আব্দুল কাদের।

উল্লেখ্য, রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণে ২২ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানসহ সকল কর্মসূচি স্থগিত করা হয়।