রোববার ভোরে কেরানীগঞ্জের নূরার চর থেকেতাকে আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবির।
মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সোহেল কারাগারে অসুস্থ হলে গত ২৭ নভেম্বর চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ভর্তির দুই দিনের মাথায় গত মঙ্গলবার হাসপাতালের শৌচাগার থেকে পালান সোহেল।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মো. নজরুল ও আব্দুল আজিজ নামের দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়।