• ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় ট্রলিচালক নিহত

admin
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০১৭, ১৪:২৬ অপরাহ্ণ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় ট্রলিচালক নিহত

বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় রায়হান হাওলাদার (২০) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে উজিরপুরের বামরাইল নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রায়হান উপজেলার শিকারপুর ইউনিয়নের মুণ্ডপাশা গ্রামের করিম হাওলাদারের ছেলে। মাদারীপুরের কালকিনী উপজেলার সাহেবরামপুরের উদ্দেশে যাওয়ার পথে সকালে ভাড়ায়চালিত ট্রলি নিয়ে বের হন রায়হান। পথে ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে রায়হানের মৃত্যু হয়। উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।