• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বিডিক্রাইম
প্রকাশিত মে ২, ২০২৪, ২২:৫১ অপরাহ্ণ
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে সড়ক দুর্ঘটনায়  নিহত ১

নাজমুল হক মুন্না :: ঢাকা – বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের মুন্সিবাড়ি মসজিদ সংলগ্ন ঢাকাগামী এক অজ্ঞাত পরিচয়ের বাস ধাক্কা দিলে গুরুতর যখন হয়। স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ২ মে বৃহস্পতিবার রাত ৮ টা ৩০ মিনিটের সময় মুণ্ডপাশা গ্রামের মৃত্যু আনসের বেপারির কন্যা ঝুমুর বেগম (৩০) মহাসড়ক পারাপারের সময় স অজ্ঞাত বাস ধাক্কা দিলে, ঘটনাস্থলে গুরুতর জখম হন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

তিনি দুই সন্তানের জননী, এবং দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিলেন, বিষয়টি নিশ্চিত করেন তার চাচাতো বোন সুমা বেগম উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান বরিশাল থেকে ঢাকাগামী বেপরো একটি বাস তাকে চাপা দেয় এবং পালিয়ে যায়। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল সাংবাদিকদের কে জানান,দুর্ঘটনার কথা শুনেছি আমাদের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করতে যাচ্ছেন।