নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকা বরিশাল নৌ রুটের লঞ্চের টিকেট এখন কালোবাজারে চলে গেছে। যার কারনে গত ৩ দিনের ছুটির পর লঞ্চের টিকেট পায়নি নৌ-যাত্রীরা। তবে লঞ্চ ঘাটে টিকেটের কয়েকগুন বেশি টাকায় মিলেছে টিকেট। ফলে প্রশাসনও নরে চড়ে বসে। যার ফলে গত শুক্রবারা রাত সাড়ে ৮ টায় দুই দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাদের দুইজনকে ২ মাসের কারাদন্ড প্রদান করেছে। এই অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন বাবু খান (৪৫) এবং জাহিদ হোসেন (৩৪)। তারা এই দুজন ছাড়াও বরিশাল লঞ্চঘাট এলাকায় আরো কয়েকজন দালাল সক্রিয় রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী বলেছেন, পারাবাত লঞ্চের ডাবল কেবিন নির্ধারিত ১৮০০ টাকার পরিবর্তে ৬০০০ টাকায় বিক্রি করার অপরাধে বাবু খান এবং সুন্দরবন লঞ্চের টিকিট সাথে রেখে নির্ধারিত ভাড়ার চাইতে অতিরিক্ত ভাড়ার কেবিন বিক্রয় করার অপরাধে জাহিদ হোসেনকে (৩৪) হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাদের ভ্রাম্যমাণ আদালতে তুলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ২০ ও ৪৫ ধারায় এমন অপরাধের সাথে লিপ্ত থাকার অপরাধে দুই ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (নৌ পুলিশ) বরিশাল সুমিত চৌধুরী।