• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৪ কেজি স্বর্ণ উদ্ধার

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৯, ১১:১৪ পূর্বাহ্ণ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৪ কেজি স্বর্ণ উদ্ধার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। শনিবার রাতে বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

 

 

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬৪০টি স্বর্ণের বার পাওয়া যায়। এসব স্বর্ণের ওজন হয়েছে ৬৪ কেজি।

 

 

কারা এই স্বর্ণ এনেছে এবং কার কাছে এগুলো যাওয়ার কথা ছিল সে বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।