• ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ঢাকায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৫, ১৯:৩৬ অপরাহ্ণ
ঢাকায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

তানজিল জামান জয়,কলাপাড়া ॥ পটুয়াখালীর কলাপাড়ায় এমপিওভুক্ত শিক্ষকরা ঢাকায় শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। মঙ্গলবার বেলা ১১টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের কলাপাড়া প্রেসক্লাবের সামনে পূর্বনির্ধারিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবি জানান। তাঁরা বলেন, এই ন্যায্য দাবি বাস্তবায়নের পরিবর্তে রাজধানীতে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলা শিক্ষকদের মর্যাদাকে অপমান করেছে।

আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বক্তব্য দেন খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ নাসির উদ্দিন হাওলাদার, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, কলাপাড়া উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ মাসুম বিল্লাহ, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক চঞ্চল সাহা প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন নাওভাঙ্গা সালেহিয়া কামিল মাদরাসার প্রভাষক ইভান মাতুব্বর, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের প্রদর্শক মো. আসাদুজ্জামান খান, নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন, খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদরাসার সহকারী শিক্ষক তাহমিনা মালা, এবং ধানখালী এসএইচ অ্যান্ড আশ্রাফ একাডেমির সহকারী শিক্ষক মো. ফেরদৌস মিয়া।

মানববন্ধনে হাজারো শিক্ষক অংশ নেন। ঘন্টাব্যাপী এ কর্মসূচির সময় ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে, ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারীরা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রজ্ঞাপন জারি না হলে লাগাতার কর্মবিরতির পাশাপাশি আসন্ন নির্বাচনে কোনো দায়িত্ব পালন করা হবে না।”