বিডি ক্রাইম ডেস্ক ॥
নগরের পাঁচলাইশ থানার একটি রোগনিরূপণ কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার ফি বেশি দাবি করায় ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (৩০ জুলাই) অধিদফতরের তদারকিমূলক অভিযানে এ জরিমানা করা হয়।
অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, ডেঙ্গু আক্রান্ত এক রোগীর কাছে সরকার নির্ধারিত ফি’র চেয়ে বেশি দাবি করায় চিটাগং স্কয়ার ক্লিনিক্যাল ল্যাবরেটরির নামে অধিদফতরে অভিযোগ দেন। এরপর তদন্তে গেলে বিষয়টি স্বীকার করেন সংশ্লিষ্টরা। তারা সরকার নির্ধারিত ৫০০ টাকার ফি’র জায়গায় ১ হাজার ২০০ টাকা নিচ্ছিল।
তিনি জানান, এপিবিএন ৯ এর সহযোগিতায় পরিচালিত অভিযানে আরও অংশ নেন অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) বিকাশ চন্দ্র দাস।
অভিযান পরিচালনাকালে পতেঙ্গা থানার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার এয়ারপোর্ট রেস্টুরেন্টকে জমানো পানিতে বাসন-কোসন ধোয়া, একই ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে অন্যান্য খাদ্যদ্রব্য সংরক্ষণ করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয় । একই অপরাধে এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় শাহ আমানত কার্গো রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানাসহ বাসি খাবার ধ্বংস করা হয়।
মেয়াদোত্তীর্ণ ও বিদেশি অনিবন্ধিত ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করায় কদমতলির গোলাপ ফার্মেসিকে ১০ হাজার এবং নুসরাত ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিভাগীয় হিসাব ভবন ক্যান্টিনকে অস্বাস্থ্যকর অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণ করায় ৫ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে অধিদফতরের বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান মুহাম্মদ হাসানুজ্জামান।