• ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ডিজিটাল হুন্ডিতে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ৩০, ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ণ
ডিজিটাল হুন্ডিতে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥  মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে প্রায় ৪০০ কোটি টাকা পাচারের দায়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (২৭ মার্চ) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

সিআইডি সদর দপ্তরের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) আজাদ রহমান জানান, এমএফএস ব্যবহার করে ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে প্রায় ৪০০ কোটি টাকা পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মালীবাগ সিআইডি প্রধার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।