• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ডাকাতি ও মাদক মামলার ৭ আসামি গ্রেফতার

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ২০:২৫ অপরাহ্ণ
ডাকাতি ও মাদক মামলার ৭ আসামি গ্রেফতার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ ঝালকাঠির কাঁঠালিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতি ও মাদক মামলার ৭ আসামিকে গ্রেফতার করেছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) থানার ওসি (তদন্ত) সমির কুমার দাস, এসআই মো. জাহাঙ্গীর হোসেন, এসআই মো. সেলিম রেজা, এসআই মো. রিয়াজ রহমান, এসআই ইমরান হোসেন, এসআই মো. রাসেল মোল্লা, এএসআই মো. মাসুম বিল্লাহ ও এএসআই মো. হাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলার মহিষকান্দি, কাঁঠালিয়া সদর, বড় কাঁঠালিয়া, লতাবুনিয়া, আমুয়া ও কচুয়া এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করা হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মহিষকান্দি গ্রামের মো. আবদুল কুদ্দুস সিকদার ও একই গ্রামের মো. পান্না হাওলাদার। ডাকাত সন্দেহে এই দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া উপজেলার কচুয়া গ্রামের মো. জসিম উদ্দিন কালু, আমুয়া গ্রামের মো. বাবুল খান, উপজেলার বড় কাঁঠালিয়া গ্রামের মো. স্বপন হাওলাদার, (২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ) উপজেলা সদরের সিহাব খান (৮০ গ্রাম গাঁজাসহ) এবং লতাবুনিয়া গ্রামের মিরাজুল ইসলাম শাওনকে (২০ গ্রাম গাঁজাসহ) গ্রেফতার করা হয়েছে।