• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ট্রাক চাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

admin
প্রকাশিত আগস্ট ২০, ২০১৯, ১৩:৪৬ অপরাহ্ণ
ট্রাক চাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় ট্রাক চাপায় এক ব্যাংক কর্মকর্তাসহ দুই ব্যক্তির করুন মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) রাত ১১টার দিকে আমজুর হাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- মো. রফিকুল ইসলাম আরজু ও মো. শাহজাহান। এদের মধ্যে মো. রফিকুল ইসলাম আরজু ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কর্মকর্তা বলে জানা গেছে।

পটিয়া উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সৌমেন বড়ুয়া  জানান, আমজুর হাট মোড়ে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেল আরোহী আরজু ও শাহজাহানকে চাপা দেয়। গুরুতর আহত দুইজনকে হাসপাতালে আনা হলে মারা যান।

এদিকে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর আমজুর হাট মোড়েসহ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।