• ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫, ১৮:৩১ অপরাহ্ণ
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র শাকিল আহমেদ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (পহেলা নভেম্বর) দিবাগত রাত নয়টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের বোর্ড স্কুল ক্লাব ঘর নামকস্থানে।

ঢাকার মিরপুর কলেজের ছাত্র নিহত শাকিল আহমেদ বানারীপাড়া সদর উপজেলার মাছরং দরবেশ গেট এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রবের ছেলে ও লন্ডন প্রবাসী এটিএন বাংলার সাংবাদিক শফিকুল ইসলাম শামিমের ছোট ভাই।

নিহতের স্বজন কাজী তমাল জানিয়েছেন-শাকিল আহমেদ মোটরসাইকেলযোগে রাত নয়টার দিকে বরিশাল থেকে বানারীপাড়া আসার পথিমধ্যে বোর্ড স্কুল ক্লাব ঘর নামকস্থানে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা বেপরোয়াগতির ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়।