• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টিসিবি বিভ্রাটের জন্য দায়ী কে!

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০০:২৬ পূর্বাহ্ণ
টিসিবি বিভ্রাটের জন্য দায়ী কে!

বাণিজ্য মন্ত্রণালয়ে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সৃষ্টি করেছে টিসিবি বিড়ম্বনা। সারা দেশের ৪৫ লক্ষ টিসিবি কার্ড বাতিল করে এরা ঘরে ঘরে বর্তমান সরকার বিরোধী জনমত গড়ে তুলছে বলে ধারনা করা হচ্ছে।

মাহে রমজানকে সামনে রেখে টিসিবির কার্ড এসব পরিবারের কিছুটা হলেও সহায়ক ছিলো। জেলা ও বিভাগীয় প্রশাসন সাধারন মানুষের মাঝে এসব কার্ড যাচাই বাছাই করে পুন:বন্টণে প্রস্তুত থাকলেও রহস্যজনক কারণে বানিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা এ কাজের জন্য সময় নির্ধারন করে দিচ্ছে না। এ নিয়ে জনবিক্ষোভের সৃষ্টি করার জন্য এই মহলটি ইচ্ছাকৃত বিলম্ব করছে বলে জানা গেছে।

বরিশাল সিটি এলাকায় প্রায় ৬০ হাজার কার্ড বাতিল হয়েছে শুধুমাত্র সেই ওয়ার্ড সচিবদের ভুলের কারনে। কার্ডের বিপরীতে এদের দেয়া তথ্যগুলো ছিলো সম্পূর্ণ ভৌতিক। একারনে বাতিল হওয়া কার্ডগুলোর তথ্য নির্ভুল করে ওয়ার্ড কাউন্সিলরের অফিস থেকে পুন:নিবন্ধন করে অন্তর্ভুক্ত করলে বাতিল হওয়া অধিকাংশ কার্ড হোল্ডারদের হাতে আনা যেতে পারে। এ কাজের জন্য স্থানীয় প্রশাসনের সব প্রস্তুতি নেয়া আছে কিন্তু মন্ত্রণালয় সময় দিচ্ছে না। বলা হয়েছে মাহে রমজানের আগে একটা কিছু করা হবে। আদতে ওই মহলটি দেশে কোন অস্থির পরিস্থিতির অপেক্ষায় আছে। এ

মনটা দাবি করে সংশ্লিষ্ট সূত্র বলছে, বানিজ্য মন্ত্রণালয়ের এই চক্রটি সরকারের বিরুদ্ধে জনরোষ তৈরির জন্য এ ধরণের কাজ করছে। এদের অধিকাংশই ফ্যাসিবাদের দোসর ছিলো। এরা ইচ্ছে করেই টিসিবি কার্ড সার্ভারের লোকজন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে লুকোচুরি খেলে বিলম্ব ঘটাচ্ছে।

বরিশাল বিভাগীয় প্রশাসন থেকে জানানো হয়েছে যেসব কার্ড ভ্যালিড হয়ে এসেছে তার মধ্যেও যদি কোন ত্রুটি থাকে তবে তা বাতিল করা হবে। নতুন সময়সূচি পেলে ফ্রেস নিবন্ধনকার্ড তৈরির কাজও শুরু হবে দাবি করে বলা হয়েছে ‘তথ্য নির্ভুল হলে যার কার্ড তিনি ফেরৎ পাবেন।

এদিকে সিটি এলাকায় ৩১ হাজারের কিছু বেশি কার্ড হোল্ডারদের মধ্যে আজ থেকে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি। বলা হয়েছে পর্যায়ক্রমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।