• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টিকটকে কিশোর-কিশোরীর পরিচয়: অত:পর বাল্যবিবাহ

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৪, ১২:০৪ অপরাহ্ণ
টিকটকে কিশোর-কিশোরীর পরিচয়: অত:পর বাল্যবিবাহ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশাল নগরের ২৮নম্বর ওয়ার্ডের হরিপাশা এলাকার মুরগি ব্যবসায়ী শামিম হাওলাদারের ছেলে সিয়াম (১৬) এর সাথে টিকটকে পরিচয় হয় যশোর জেলার বাগারপাড়া উপজেলার নারিকেল বাড়িয়া ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে নাঈমার (১৪)। পরিচয়ের কয়েক মাসের মাথায় পারিবারিক ভাবে দু’জনের বিবাহ হয়। অপ্রাপ্ত বয়সের দুজনের বিবাহের খবর এখন ঐ এলাকার সবার মুখেমুখে।

হরিপাশা এলাকার বাসিন্দা আব্দুর রহিম ও আবুল কালাম বলেন, অপ্রাপ্ত বয়সের ছেলে-মেয়েদের পারিবারিক ভাবে বিবাহ দেয়া অনেকটা আইনকে বৃদ্ধাঙ্গুল দেখানোর মতো। তাছাড়া এগুলোকে প্রশ্রয় দেয়া মানে অপরাধকে স্বীকৃতি দেয়া।

একই কথা বলেন ঐ এলাকার বাসিন্দা মর্জিনা আক্তার ও শিমুল। তারা বলেন, এরকম নাবালক দুটি ছেলেমেয়েদের পারিবারিক ভাবে বিবাহ হওয়া সামাজিক অবক্ষয়। এতে করে অন্যান্য  অপ্রাপ্ত বয়সের ছেলে-মেয়েরা সহজেই এসব অপরাধে জড়িয়ে পরবে।

এসব বিষয়ে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহাবুবউল্লাহ মজুমদার বলেন, বিষয়টি আমাদের জানা ছিলোনা। যেহেতু এখন জানলাম খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।