• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টাইগার সমর্থকদের উদ্দেশে মাশরাফির বার্তা

admin
প্রকাশিত জুলাই ২, ২০১৯, ১৫:৫১ অপরাহ্ণ
টাইগার সমর্থকদের উদ্দেশে মাশরাফির বার্তা

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ের আগে সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এ সময় দেশের টাইগার সমর্থকদের উদ্দেশে ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন টাইগার দলপতি। তিনি বলেন, খেলায় হারজিত থাকবে। তবে আমি মনে করি দল বেশ ভালো করছে। আমাদের সমর্থন করা অব্যাহত রাখবেন। আপনারা সবসময় যেভাবে আমাদের সমর্থন দিয়ে আসছেন, সেভাবে সমর্থন দিয়ে গেলে আমি মনে করি দল আজকেও ভালো করে যাবে।

‘সমর্থকরাই আমাদের প্রাণ’ উল্লেখ করে মাশরাফি বলেন, তাদের কারণেই সেরা খেলাটা বের করে আনার চেষ্টা করেন প্রত্যেক খেলোয়াড়। সমর্থকের কারণে আমরা কখনো চাপে থাকি না।

তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট দলকে বাংলাদেশি সমর্থকরা সাপোর্ট করছে। অবশ্যই তারা চায় জয়। এটাই স্বাভাবিক। ভারতের দর্শকরা তাদের দলকে সাপোর্ট করে জয়ই চাইবে। এটাই স্বাভাবিক বিষয়। এই প্রত্যাশার কারণে আমরা চাপে থাকবো সেটা নয়। মাঠের ১১ জন খেলোয়াড় ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে চাপে থাকে, এমন প্রত্যাশার কারণে নয়।

মাশরাফি আরও বলেন, আমার মনে হয় না আমাদের স্কিলের সমস্যা আছে। অবশ্যই ক্রিকেট মানসিক খেলা। সমর্থকরা তাদের মতো করে ভাবতে পারে। এমনটা নয় যে, তাদের ভাবনা মাথায় নিয়ে আমরা খেলতে নামি।

তিনি আরও বলেন, আমরা যখন খেলতে নামি তখন সব চাপ আমাদের মোকাবেলা করতে হবে এই মানসিকতা নিয়েই খেলতে নামি। চাপের ব্যাপারটা ম্যান টু ম্যান ভেরি করে। অবশ্যই মাঠে চাপ থাকে।

আজ মঙ্গলবার বার্মিংহামের এজবাস্টনে সেমির লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখতে টাইগাররা মোকাবেলা করবে বিশ্বকাপে সবচাইতে ধারাবাহিক দল ভারতকে।

এই ম্যাচে মাশরাফিরা হেরে গেলেই সব শেষ। ওদিকে কোহলিরাও খুব একটা স্বস্তি নিয়ে খেলতে নামতে পারবে না।

আগের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে শেষ চারের পথ নিশ্চিত করতে পারেনি ভারত। বাংলাদেশের কাছে হেরে গেলে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচটি তাদের জন্য হয়ে উঠবে বাঁচা-মরার লড়াই। ফলে ভারতও চাইবে আজই শেষ-চার নিশ্চিত করতে।