• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বরিশালের কলেজ ছাত্র নিহত

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ১০, ২০২৫, ১৩:২৩ অপরাহ্ণ
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বরিশালের কলেজ ছাত্র নিহত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সেনা কল্যাণ ভবনের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মাহফুজুর রহমান (২০) বরিশাল সদর উপজেলার হায়াতসার গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। তিনি বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি টঙ্গী পূর্ব থানাধীন ব্লু ফ্যাশন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন মাহফুজুর।

এলাকাবাসী ও পুলিশ জানিয়েছেন, মাহফুজুর রহমান ছুটি নিয়ে তার গ্রামের বাড়িতে গিয়েছিলেন কয়েকদিন আগে। গত রাতে কর্মস্থলে ফিরছিলেন তিনি।

রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় বাস থেকে নেমে হেঁটে টঙ্গীর ভাড়া বাসায় যাওয়ার পথে সেনা কল্যাণ ভবনের সামনে একদল ছিনতাইকারী তাকে আটক করে।

ছিনতাইয়ে বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে মাহফুজুর রহমানের পেটের ডান পাশে দুটি আঘাত করে ছিনতাইকারীরা। অনেক সময় পড়ে থাকায় রক্তক্ষণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে টহল পুলিশ রাত সাড়ে ১২টার দিকে মাহফুজুরের লাশ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।