• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি-১ আসনে শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৩, ১৮:৪৬ অপরাহ্ণ
ঝালকাঠি-১ আসনে শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার নির্বাচন ভবনে আপিল আবেদন শুনানি করে তার প্রার্থিতা বহাল রাখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন।

হলফনামায় মামলার তথ্য গোপনের অভিযোগে শাহাজান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। শুনানি করে তার আবেদন নামঞ্জুর করে ইসি।

তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।