• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি আদালতে আ’লীগ নেতার ওপর ডিম নিক্ষেপ, কারাগারে প্রেরণ

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৪, ১৮:২৪ অপরাহ্ণ
ঝালকাঠি আদালতে আ’লীগ নেতার ওপর ডিম নিক্ষেপ, কারাগারে প্রেরণ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঝালকাঠির রাজাপুরে বিএনপি অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় রাজাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মনিরউজ্জামান মনিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ সময় বিএনপি সমর্থিত কয়েকজন ব্যক্তি তার ওপর ডিম নিক্ষেপ করেন।

সোমবার (২৫ নভেম্বর) সকালে ঝালকাঠির আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক রাহিবুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, ২০২২ সালের ২৪ মে রাজাপুর উপজেলা বিএনপি অফিসে হামলা, ভাংচুর, লুটপাট, আগুন লাগানো ও বোমা বিস্ফোরণের অগিযোগ দায়ের হওয়া মামলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামানকে আসামি করা হয়।

এ মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন তিনি। জামিনের মেয়াদ শেষে তিনি ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আওয়ামী লীগ সরকার পতনের পরে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন গত ২৯ আগস্ট রাজাপুর থানায় এ মামলাটি দায়ের করেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বনি আমিন বাকলাই এ তথ্য নিশ্চিত করেছেন।