• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির সাবেক পিপি কারাগারে

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ১৬, ২০২৫, ১৭:২৮ অপরাহ্ণ
ঝালকাঠির সাবেক পিপি কারাগারে

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মন্নান রাসুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক মো. রহিবুল ইসলাম শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আব্দুল মন্নান রাসুল জেলা কৃষক লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহেব হোসেন বলেন, মন্নান রাসুলের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি তিনটির শুনানি ১৮ মার্চ ধার্য করেছেন আদালত।

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর থেকে আব্দুল মন্নান রাসুল আত্মগোপনে চলে যান। এর পর থেকে তাঁকে আর দেখা যায়নি।