• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির তেরআনায় ইয়াতিম খানা ও লিল্লাহ বোর্ডিং উদ্বোধন করলেন নানক

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২, ২০২৪, ১৫:২৫ অপরাহ্ণ
ঝালকাঠির তেরআনায় ইয়াতিম খানা ও লিল্লাহ বোর্ডিং উদ্বোধন করলেন নানক

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ ঝালকাঠি সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের তেরআনায় ইয়াতিম খানা ও লিল্লাহ বোর্ডিং উদ্বোধন করলেন পাট ও বস্ত্রমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক। শুক্রবার (১ ফেব্রুয়ারি) বাদ মাগরিব তেরআনা শাহ মাহমুদিয়া সায়ামুর রহমান লিল্লাহ বোর্ডিং ও ইয়াতিম খানার তিনি ভিত্তি প্রস্তর ও শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ শাহাদাত হোসেন, সহকারী অধ্যাপক মাওলানা মোঃ মুজাহিদুল ইসলাম, সৈয়দ গোলাম মহসিন পিউ, সৈয়দ কামরুজ্জামান সুমন, সৈয়দ মোঃ হানিফ চুন্নু, সৈয়দ মিলন, সৈয়দ ইবরাহিম সোহাগ, সৈয়দ আহসান মাহি প্রমুখ। পরে বাদ এশা তের আনা মাদ্রাসা ময়দানে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির আসন গ্রহন করেন পাট ও বস্ত্রমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মোয়াজ্জাম হোসাইন আনসারী, বিশেষ বক্তা মাওলানা মোঃ মুজাহিদুল ইসলাম প্রমুখ।