• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৪, ১৯:৫১ অপরাহ্ণ
ঝালকাঠিতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঝালকাঠিতে দুটি সার-বীজ বিপণনকেন্দ্র, তিনটি ফাস্টফুড ও পাঁচজন মোটরসাইকেল চালককে ৮২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালিয়ে এ আদেশ দেন জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মহিন উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ অর্থ আদায় করা হয়। ফাস্টফুডের দোকানে মেয়াদোত্তীর্ণ খাবার রাখা, কৃষি বীজ বিপণনকেন্দ্রে ভেজাল পণ্য পাওয়ায় এ জরিমানা করা হয়। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকা, হেলমেট না পরায় পাঁচ মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়।

ঝালকাঠির রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মহিন উদ্দিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।