• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৪, ২১:২৭ অপরাহ্ণ
ঝালকাঠিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঝালকাঠির নলছিটি উপজেলার বিভিন্ন এলাকা গভীর রাতে ঘুরে ঘুরে শীতার্ত সুবিধাবঞ্চিত অসহায় ব্যক্তিদের গায়ে কম্বল জড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

সোমবার রাতে রাজাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দপদপিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ও বরিশাল-কুয়াকাটা মহাসড়কের জিরোপয়েন্ট, শিমুলতলা ও জুরকাঠি এলাকায় রাস্তার পাশে, প্রত্যন্ত গ্রামের প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে কম্বল দেয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, প্রচণ্ড শীতে সারাদেশের মতো নলছিটি উপজেলাবাসীও কষ্ট পাচ্ছেন। তাই এ শীতে কোনো দুস্থ পরিবার যাতে কষ্ট না পায় তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নিয়ে তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতিসহ উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।