• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীকে কটুক্তি ॥ শিবির কর্মী গ্রেফতার

admin
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০১৭, ১৫:৫৫ অপরাহ্ণ
ঝালকাঠিতে প্রধানমন্ত্রীকে কটুক্তি ॥ শিবির কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির পূর্ব গুয়াটন এলাকার বাসিন্দা, শিবির কর্মী মো: মাইনুল ইসলাম গ্রেফতার হয়েছে। সে প্রধান মন্ত্রীকে কটুক্তি করে গত সোমবার ফেইজবুকে স্ট্যাটাস দিয়েছে। এতে সংক্ষুব্ধ এলাকাবাসীর মধ্যে ঝালকাঠি সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের তায়েব সিদ্দিকী হাওলাদার বাদী হয়ে ঝালকাঠি থানায় অভিযোগ দিয়েছে এবং এলাকার জনগন মাইনুল ইসলামকে ধরে পুলিশে সোপর্দ করেছে। ঝালকাঠি থানা পুলিশ তার বিরুদ্ধে থানায় জিডি নং- ১০৫১ দায়ের করেছে। শেখেরহাট তদন্ত কেন্দ্রের এস.আই মো: ফারুক হোসেন এই জিডির বলে মাইনুল ইসলামকে ঝালকাঠির আদালতে প্রেরণ করেছে। তার বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা দায়ের করার জন্য পুলিশ হেড কোয়াটারের অনুমতির প্রয়োজন এবং এই সময় মাইনুল ইসলামকে জুডিসিয়াল হেফাজতে রাখার জন্য পুলিশ কর্মকর্তা আবেদন করেছে।