• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে পৃথক দুটি বাস দুর্ঘটনায় আহত ২০ যাত্রী

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৪, ১৬:২৩ অপরাহ্ণ
ঝালকাঠিতে পৃথক দুটি বাস দুর্ঘটনায় আহত ২০ যাত্রী

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঝালকাঠির রাজাপুর ও কাঠালিায় পৃথক দুটি বাস দুর্ঘটনায় অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। এ ঘটনায় সকাল থেকে ঢাকা-পাথরঘাটা রুটে যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে খুলনা-বরিশাল মহাসড়কের রাজাপুরের নৈকাঠি পালবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস বৈশালী ক্ল্যাসিক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে ১৫ যাত্রী আহত হয়েছে।

অপরদিকে ঢাকা-পাথরঘাটা রুটের কাঠালিয়ার আমুয়া তালতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী লাবিব পরিবহনের একটি বাস ব্রিজের রেলিংয়ে উঠে গিয়ে অন্তত ৫ যাত্রী আহত হয়েছে। এ ঘটনায় পাথরঘাটা-ঢাকা রুটে যান চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, দুর্ঘটনার শিকার বাস দুটি উদ্ধারে কাজ চলছে। তবে ইজিবাইক চলাচল করলেও বাস ও ট্রাকসহ বড় গাড়ি বন্ধ রয়েছে।

রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, রাজাপুরের নৈকাঠি পালবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস থেকে অনেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। তারা রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, রেকার খবর দেয়া হয়েছে। বাসটিকে পুকুর থেকে তোলার পর নিশ্চিত হওয়া যাবে নিচে কেউ আছে কিনা, তবে এখন (বিকেল ৩টা) পর্যন্ত কেউ নিখোঁজ বা নিহত নেই।

কাঠালিয়া থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, কাঠালিয়ার আমুয়া তালতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লাবিব পরিবহনের একটি ঢাকাগামী বাস ব্রিজের রেলিংয়ে উঠে গিয়ে ৫ যাত্রী আহত হয়েছে। ইজিবাইক চলাচল করলেও বাস ও ট্রাকসহ বড় গাড়ি বন্ধ রয়েছে।