• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে নারীর লাশ উদ্ধার

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৪, ১৮:২৯ অপরাহ্ণ
ঝালকাঠিতে নারীর লাশ উদ্ধার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঝালকাঠির সদর উপজেলা থেকে আয়শা বেগম (৫৫ ) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার নবগ্রাম ইউনিয়নের দশনাকান্দা গ্রামের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আয়শা বেগম ওই এলাকার মরহুম রশিদ শরিফের স্ত্রী। তার দু’ ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহত পরিবারের অভিযোগ, আয়শা বেগমের সাথে তার চাচাত শ্বশুর মালেক শরিফ ও একই বাড়ির জব্বার আলীর জমি নিয়ে বিরোধ ছিল।

এ কারণে তাকে একা পেয়ে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে একটি বাগানে নিয়ে হত্যা করে লাশ ফেলে রাখা হয়। আয়শা বেগমের দু’ চোখ থেকে রক্ত ঝরছিল। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান জানান, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।