• ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে ছাত্র আন্দোলনে নিহত বুলেটের লাশ উত্তোলন

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৪, ১৯:৩২ অপরাহ্ণ
ঝালকাঠিতে ছাত্র আন্দোলনে নিহত বুলেটের লাশ উত্তোলন

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ঝালকাঠির কাঠালিয়া উপজেলার রাকিবুল ইসলাম বুলেটের (২০) উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার আদালতের নির্দেশে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়।

রাকিবুল ইসলাম বুলেট উপজেলার মহিষকান্দি গ্রামের দিনমজুর মো: জাহাঙ্গীর হোসেন হাওলাদারের ছেলে।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মং চেনলা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগষ্ট দুপুরে ঢাকার চানখারপুল এলাকায় গুলিতে রাকিবুল ইসলাম বুলেট নিহত হয়। এ ঘটনায় তার বাবা গত ২৩ সেপ্টেম্বর ঢাকার চকবাজার মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার বাদী জাহাঙ্গীর হোসেন জানান, গত ৫ আগষ্ট ঢাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় তার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বৈষম্যবিরোধী ছাত্রদের সহায়তায় বুলেটের লাশ বাড়িতে আনা হয়। রাতেই লাশ ময়নাতদন্ত ছাড়াই ঢাকা থেকে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ওসি জানান, ডিএমপির চকবাজার থানার মামলায় আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য তার লাশ উত্তোলন করা হয়েছে।