• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে চোর সন্দেহে যুবককে গাছে বেধে হত্যা!

বিডিক্রাইম
প্রকাশিত মে ২০, ২০২৪, ২০:৫৩ অপরাহ্ণ
ঝালকাঠিতে চোর সন্দেহে যুবককে গাছে বেধে হত্যা!

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঝালকাঠিতে চোর সন্দেহে এক যুবককে গাছে বেধে গনপিটুনি দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ধাপর গ্রামে রোববার গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রিয়াজ ফকির (২৪)। নিহত রিয়াজ ফকির পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালী গ্রামের নুরু ফকিরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার রাত ২ টার দিকে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর এলাকায় মৃত এলেম গাজীর গোয়াল ঘরের বেড়ার টিন খোলার শব্দ পেয়ে পরিবারের লোকজন পেয়ে চিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা এসে ওই যুবককে আটক করে গাছে বেধে গণপিটুনি দেয়।

এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে সোমবার সকালে লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. টি এম মেহেদী হাসান সানি বলেন, ওই যুবককে মৃত্যু অবস্থায় ঝালকাঠি হাসপাতালে আনা হয়েছে। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম সোমবার সন্ধায় বলেন, নিহত যুবকের সুরতহাল রিপোর্টে দেখা গেছে, শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের কারনেই তার মৃত্যু হয়েছে।

নিহত যুবকের পোষ্টমের্টম সম্পন্ন হয়েছে। পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী স্থানীয় গ্রাম পুলিশের বরাত দিয়ে জানান, গোয়াল ঘরের টিন খোলার শব্দ পেয়ে ঔ ঘরের লোকজন বাহিরে এসে য্কুকে ধাওয়া দেয়। এরপরে এলাকাবাসী তাকে ধরে টিটিয়ে হত্যা করে। কোন লিখিত অভিযোগ আসেনি, এখনও এ ঘটনায় মামলা হয়নি।

ঢাপর গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন ঘটনা সম্পর্কে বলেন, ঢাপর গ্রামে প্রায়ই চুরি হয়। তাই গভীর রাতে ঐ বাড়ীর কাছে সড়কে যুবককে সন্দেহজনক চলাফেরা করতে দেখায় এলাকবাসী তাকে ধরে গনপিটুনী দেয়। সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বর আনোয়ার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ঐ যুবক গরু ঘরের টিন খোলার সময় বাড়ী লোকজনের চিৎকারে স্থানীয়রা তাকে ধরে ফেলে। পরে তাকে পিটুনী দেয়া হয়।

আলোচিত এই বসত ঘরের বাসিন্দা নাসিমা বেগম বলেন, গভীর রাতে আমি গোয়াল ঘরে শব্দ শুনতে পাই, বের হয়ে দেখি এক যুবককে সেখানে দেখি। এ সময় ডাক চিৎকার করলে এলাকার লোকজন এসে ঔ যুবককে ধরে নিয়ে যায় এবং গাছের সাথে বেধে রাখে।

এদিকে মর্গে লাশ নিতে আসা নিহত যুবক রিয়াজ ফকিরের বাবা নুরু ফকির বলেন, আমার ছেলে চোর নয়, সে জেলে, মাছ ধরে বিক্রি করে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে দায়িদের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে।