বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানি বাজারসংলগ্ন হাওলাদার বাড়ির পেছনের একটি কাঁঠালগাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত কৃষকের নাম মহারাজ হাওলাদার (৬০)। তিনি উপজেলার বিনাপানি গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আহম্মদ হাওলাদারের ছেলে। স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার।
ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।