• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে এক নারী ও আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ১২, ২০২০, ১৭:৫০ অপরাহ্ণ
ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে এক নারী ও আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক॥ ঝালকাঠির রাজাপুরে করোনা উপসর্গ নিয়ে এক নারী ও নলছিটিতে করোনায় আক্রান্ত হয়ে এক পুরুষেরর মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।

 

মৃতের পরিবার জানায়, গতকাল শনিবার বিকেলে জ্বর, বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয় রাজাপুরের ওই নারীকে। রোববার তিনি গুরুতর অসুস্থ হয়ে মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

 

এদিকে জ্বর, বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৮ জুন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয় নলছিটির ওই পুরুষকে। তার করোনা ধরা পড়ায় চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে তিনিও মারা যান।