• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে করোনা উপসর্গে ইউপি সদস্যের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ১০, ২০২০, ১৪:৫৬ অপরাহ্ণ
ঝালকাঠিতে করোনা উপসর্গে ইউপি সদস্যের মৃত্যু

রাজাপুর প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আনোয়ার হোসেন (৪৮) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

 

আজ শুক্রবার দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় কাঠিপাড়া গ্রামের বাড়ি থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

 

গত এক সপ্তাহ ধরে তিনি জ্বর, বুকে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আনোয়ার হোসেন রাজাপুরের শুক্তাগড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।

 

মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সকালে আনোয়ার হোসেনের শ্বাসকষ্ট বেড়ে যায়।

 

দুপুরে তাঁকে অ্যাম্বুলেন্সে করে বরিশাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। স্বাস্থ্য বিভাগ তাঁর নমুনা সংগ্রহ করেছে। গ্রামের বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে রাতে তাঁর লাশ দাফন করা হবে।