• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৪, ১৯:১৯ অপরাহ্ণ
ঝালকাঠিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঝালকাঠি জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে শহরের এলজিইডি ভবনের সামনের সড়ক থেকে মো. বাদল শেখকে আটক করে। বাদল শেখ পিরোজপুরের এজাজপুর গ্রামের সোবাহান শেখের পুত্র।

ডিবির ওসি মো. সেলিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের প্রবেশদ্বার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

জেলা পুলিশ সুপারের নির্দেশে অভিযান পরিচালনাকালে সন্দেহ হওয়ায় মো. বাদল শেখকে আটক করা হয়। পরে জনসম্মুখে তার দেহ তল্লাশি চালিয়ে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।