• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জেলি গলায় আটকে শিশুর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৫, ১৫:৪৭ অপরাহ্ণ
জেলি গলায় আটকে শিশুর মৃত্যু

চরফ্যাশনে লিচুর জেলি গলায় আটকে রবিউল হাসান নামের দেড় বছর বয়সি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার দুলারহাট থানার আহম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জেলে জাহাঙ্গীরের বাড়িতে এ ঘটনা ঘটে।

রোববার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

মৃত শিশু ওই গ্রামের জেলে জাহাঙ্গীরের একমাত্র ছেলে। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা মনোয়ারাসহ তার পরিবারের সদস্যরা।

শিশুর বাবা জাহাঙ্গীর জানান, তিনি পেশায় একজন জেলে। কয়েক দিন আগে জীবিকার তাগিদে মাছ শিকারে নদীতে যান। এক সপ্তাহ পর নদী থেকে বাড়ি ফিরেন তিনি। বাড়ি ফেরার পথে একমাত্র সন্তানের জন্য বাড়ির পাশের দোকান থেকে একটি লিচুর জেলি আনেন; কিন্তু ওই লিচুই কাল হলো আমার ছেলের জীবনে। লিচু গলায় আটকে প্রাণ হারাল সে।

দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃত শিশুর পরিবারের কোনো অভিযোগ ছিল না। তাই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।