বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়।
মেষ রাশি: ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে। চক্ষুরোগ দেখা দিতে পারে।
বৃষ রাশি: সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে। কপালে অপমান জুটতে পারে।
মিথুন রাশি: বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে। প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে।
কর্কট রাশি: শেয়ার বাজার নিয়ে চিন্তা বাড়তে পারে। পেটের কষ্ট বাড়তে পারে।
সিংহ রাশি: সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে।
কন্যা রাশি: প্রেমের ব্যাপারে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে।
তুলা রাশি: রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে। বিদ্যার ক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে।
বৃশ্চিক রাশি: প্রেমের অশান্তি মিটে যেতে পারে। কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে।
ধনু রাশি: কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না। আধ্যত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন।
মকর রাশি: গবেষণার কাজে সাফল্য লাভ। খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে।
কুম্ভ রাশি: শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে। কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ।
মীন রাশি: মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভাল সময়। কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে।