• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জেনে নিন আজকের রাশিফল

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২২, ১১:১৮ পূর্বাহ্ণ
জেনে নিন আজকের রাশিফল

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ আজ ২৪ ডিসেম্বর, রোজ শনিবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

ধনু : কর্মপ্রার্থীরা কোনো শুভ সংবাদ পেতে পারেন। ভুল সিদ্ধান্তের কারণে সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে। ব্যবসায় বাড়তি চাপ আসবে। নিজস্ব বুদ্ধিমত্তাকে কাজে লাগান।

মকর : অবসাদে ভুগলেও দিনের শেষে উত্ফুল্ল থাকবেন। কোনো প্রচেষ্টায় বিলম্ব হবে। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হতে পারে। অবহেলার কারণে সুযোগ হাতছাড়া হতে পারে। আর্থিক ব্যাপারে সচেতন থাকুন।

কুম্ভ : কোনো সুখবর পেতে পারেন। নতুন পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত রয়েছে। প্রেম-প্রণয় শুভ। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন। বন্ধুর ইতিবাচক প্রস্তাবে স্বস্তি পাবেন। নিজের সিদ্ধান্তের ওপর আস্থা রাখুন।

মীন : প্রত্যাশিত কাজে কিছু অগ্রগতি আশা করা যায়। পরিবার-পরিজনের কল্যাণচিন্তায় উদ্বেগ থাকবে। ব্যবসায় শুভ পরিবর্তন হতে পারে। কাজে কিছুটা স্থবিরতা থাকতে পারে। বিতর্ক এড়িয়ে চলুন।

মেষ : কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। আগের তুলনায় মানসিক চাপ কমবে। ব্যবসায় চাপ থাকলেও লাভবান হবেন। পরিবেশ অনুকূলে থাকবে। সবার সয়েমড় মিলেমিশে কাজ করুন। ভালো থাকুন।

বৃষ : কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অগ্রগতি হবে। অর্থের ঘর শুভ। ভুল সংশোধনের সুযোগ পাবেন। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময়। অন্যের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। নিজের শক্তির ওপর বিশ্বাস রাখুন।

মিথুন : আপনার ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আর্থিক দিক ভালো। প্রত্যাশা পূরণে অন্যের সহযোগিতা পাবেন। সাহসী পদক্ষেপ পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে। শুভ কাজে যুক্ত থাকুন।

কর্কট : কোনো প্রচেষ্টায় বিলম্ব হবে। ভবিষ্যৎ ভাবনা বৃদ্ধি পাবে। আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে। কোনো দ্বন্দ্ব-বিরোধে জড়াবেন না। গুরুত্বপূর্ণ কাজে তাড়াহুড়া এড়িয়ে চলুন।

সিংহ : মনের কোনো আশা পূরণ হতে পারে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। ব্যবসায় চাপ থাকবে; কিন্তু লাভবান হবেন। বন্ধুর সহযোগিতায় সমস্যা সমাধানের অগ্রগতি হবে। প্রিয় সঙ্গ আনন্দ দেবে।

কন্যা : আর্থিক বিষয়ের আলোচনায় আশানুরূপ লাভ হবে। নতুন কোনো ব্যাবসায়িক প্রস্তাব পেতে পারেন। শরীর ও মন ভালো থাকবে। জীবন সম্পর্কে আশাবাদী মনোভাব অব্যাহত রাখুন।

তুলা : কোনো পরিকল্পনার অগ্রগতি হবে। ব্যবসায় জটিলতা দূর হবে। বিদেশযাত্রার ক্ষেত্রে আগের জটিলতার অবসান হবে। অন্যের তথ্যের ওপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।

বৃশ্চিক : উপার্জন হলেও আর্থিক চাপ থাকবে। ঋণ পরিশোধের সম্ভাবনা আছে। প্রিয়জনের শরীর ভালো যাবে না। অসমাপ্ত কাজ সেরে ফেলা উচিত। কল্যাণমূলক কাজে আনন্দ পাবেন। ঝুঁকিপূর্ণ কাজ করবেন না।