• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করায় শমী কায়সারের নামে শত কোটি টাকার মামলা

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৪, ২০:২৪ অপরাহ্ণ
জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করায় শমী কায়সারের নামে শত কোটি টাকার মামলা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা মোহাম্মদ রেজওয়ান কবির।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট কাজী মিনহাজ।

তিনি বলেন, নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে অভিনেত্রী শমী কায়সার জাতিকে বিভক্ত করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করায় এই অভিনেত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা দায়ের হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক হুমায়ুন কবিরের আদালতে এ মামলা করা হয়।